বহু ভক্ত ও তীর্থযাত্রীদের মোক্ষলাভের প্রবেশপথ গঙ্গাসাগর। প্রতিবছর মকর সংক্রান্তির দিন দেশ বিদেশ থেকে প্রায় ৩০ লক্ষ তীর্থযাত্রীরা ছুটে আসে এই পবিত্র ভূমিতে। বিশাল সংখ্যক ভক্তরা মনে করেন যে, সঠিক সময়ে একবার মহান গঙ্গায় স্নান করলে পাওয়া যায় মোক্ষলাভ।
বাংলার অন্যতম অপরূপ সাগরদ্বীপ,এই দ্বীপটি বিখ্যাত, ধর্মীয়সাগরমেলার জন্য।প্রায় ৫১টি দ্বীপ নিয়েতৈরীসাগরদ্বীপ। যানজট, শহুরে ব্যস্ততা থেকে কিছুটাদূরেবিশ্রামের জন্য উপযুক্তএইসমুদ্র উপকূল।
পুণ্যতার ভূমিতে আপনাকে স্বাগতম, যেখানে পবিত্র গঙ্গা নদী দিগন্তহীন সাগরে গিয়ে মিশেছে। সুবিশাল সাগর, দিগন্তহীন নীল আকাশ ও সুবিস্তৃত সমুদ্র সৈকতের মিলনে শান্তি প্রাপ্তি হয় এই পুণ্যভূমিতে।